রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৩ জনের মৃত্যু
প্রকাশ:
০৩ জুলাই, ২০২৪, ০১:৫৮ দুপুর
নিউজ ডেস্ক |
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসে ২ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এছাড়াও পাহাড় ধসে স্থানীয় এক শিশুও মারা গেছে বলে খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুলই) ভোররাতে উখিয়ার ৮ এবং ১১নং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে। এছাড়া বালুখালী জুমের ছড়ায় শিশু মৃত্যুর ঘটনা ঘটে । বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন। তিনি বলেন, উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ১১ এবং ৮নং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। গেলো এক সপ্তাহ ধরে কক্সবাজারে টানা ভারি বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে রোহিঙ্গা ক্যাম্পগুলো পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে। রোহিঙ্গা ক্যাম্প ছাড়াও কক্সবাজারের কিছু কিছু পাহাড়ি এলাকা ঝুঁকিতে রয়েছে। প্রায় ১২ লাখ রোহিঙ্গা, যাদের বেশিরভাগই ২০১৭ সালে মিয়ানমারের জান্তা বাহিনীর নৃশংসতায় প্রাণ বাঁচাতে আশ্রয় নিতে বাংলাদেশে পালিয়ে এসে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্পে বসবাস করছে। তাদের অনেকেই ভূমিধসের ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাস করছেন। এনএ/ |