কাছে না থাকলেও ফোনের অ্যাপ ডিলিট করবেন যেভাবে
প্রকাশ: ০৩ জুলাই, ২০২৪, ১২:৪৪ দুপুর
নিউজ ডেস্ক

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে রয়েছে অসংখ্য ফিচার। প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের জন্য নিয়মিত নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার নতুন সুখবর নিয়ে এসেছে। সম্প্রতি ‘রিমোট আনইনস্টল’ নামের সুবিধা চালু করেছে গুগল প্লে স্টোর। নতুন এই সুবিধা কাজে লাগিয়ে চাইলেই দূর থেকে অন্য স্মার্টফোনের অ্যাপ আনইনস্টল করা যাবে। তবে এর জন্য উভয় স্মার্টফোনে একই গুগল অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে।

অনেক সময় আমরা ভুল করে ফোন বাড়িতে রেখে বাইরে চলে আসি। আবার আমাদের সঙ্গে ফোন চুরি হয়ে যাওয়ার মতো দুর্ঘটনাও ঘটে। সেক্ষেত্রে ফোনে থাকা ব্যক্তিগত নানান তথ্য যেকোনো সময় বেহাত হতে পারে। এমন পরিস্থিতিতে আপনি যেখানেই থাকুন না কেন, গুগলের নতুন সুবিধা কাজে লাগিয়ে ফোনের সেইসব গুরুত্বপূর্ণ অ্যাপ ডিলিট করতে পারবেন। তাহলে চলুন যেনে নেওয়া যাক কিভাবে চালু করবেন:

১. দূর থেকে অ্যাপ আনইনস্টলের জন্য প্রথমে স্মার্টফোনে গুগল প্লে স্টোর চালু করতে হবে।

২. এরপর ওপরের ডানদিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।

৩. এবার পপআপ বক্সে থাকা অপশনের মধ্যে ‘ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস’ নির্বাচন করতে হবে।

৪. তারপর পরবর্তী পৃষ্ঠায় ‘ওভারভিউ’–এর পাশে থাকা ‘ম্যানেজ’ অপশন নির্বাচন করে ‘ডিভাইস’ বাটনে ক্লিক করলে একই গুগল অ্যাকাউন্টের মাধ্যমে যেসব স্মার্টফোন।

৫. গুগল প্লে স্টোরে যুক্ত রয়েছে, সেগুলোর তালিকা দেখা যাবে।

৬. এরপর যে স্মার্টফোন থেকে অ্যাপ আনইনস্টল করতে হবে, সেটি নির্বাচন করলে সেখানে ইনস্টল করার সব অ্যাপের নাম দেখা যাবে।

৭. এবার যে অ্যাপ আনইনস্টল করতে হবে, সেটি ট্যাপ করে পরের পৃষ্ঠায় থাকা ‘আনইনস্টল’ বাটনে ক্লিক করতে হবে।

এনএ/