পদ্মাসেতু রক্ষণাবেক্ষণে হচ্ছে নতুন কোম্পানি
প্রকাশ:
০১ জুলাই, ২০২৪, ০৯:০৬ রাত
নিউজ ডেস্ক |
পদ্মাসেতুর রক্ষণাবেক্ষণে ‘পদ্মা ব্রিজ অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স কোম্পানি পিএলসি’ শিরোনামে শতভাগ সরকারি মালিকানাধীন কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন এই কোম্পানির অনুমোদিত মূলধন হবে এক হাজার কোটি টাকা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি জানান, সেতু বিভাগ থেকে এই প্রস্তাব করা হয়েছিল। কোম্পানির অনুমোদিত মূলধন হবে এক হাজার কোটি টাকা। কোম্পানির মূল দায়িত্ব থাকবে পদ্মাসেতুর রক্ষণাবেক্ষণ। এনএ/ |