বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন ইস্যুতে যা বললেন শিক্ষামন্ত্রী
প্রকাশ:
৩০ জুন, ২০২৪, ০৯:০০ রাত
নিউজ ডেস্ক |
সর্বজনীন পেনশন ‘প্রত্যয়’ স্কিম বাতিলের দাবিতে আগামীকাল সোমবার (১ জুলাই) থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। এ বিষয়ে শিক্ষামন্ত্রী মহিবুর হাসান চৌধুরী বলেছেন, তাদের দাবি আদায় করা না করার কোনো ইস্যুতেই আমার কিছু করার নেই। তবে, তাদের আন্দোলনের দিকে নজর রাখছে শিক্ষা মন্ত্রণালয়। পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আজ রবিবার রাজধানীর সেগুনবাগিচায় আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, শুধু বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সর্বজনীন পেনশনের আওতায় আনা হচ্ছে সেটিও নয়। সব সরকারি কর্মকর্তা-কর্মচারী এ পেনশনের আওতায় আসবেন। হয়তো এ বছর শিক্ষকরা আসছেন, আগামী বছর অন্যরা আসবেন। তবে, পর্যায়ক্রমে সবাই আসবেন। এনএ/ |