২৯ জুন খুলছে সারা দেশের কওমি মাদরাসাগুলো
প্রকাশ: ২৮ জুন, ২০২৪, ১০:৪৫ রাত
নিউজ ডেস্ক

হাসান আল মাহমুদ : কাল শনিবার ২৯ শে জুন সারা দেশের কওমি মাদরাসাগুলো খুলতে যাচ্ছে। শুরু হবে দরস। শিক্ষার্থীরা নিবেন ওবিবিহী ক্বলা হাদ্দাসানার পাঠ। শিক্ষকরা ব্যস্ত হবেন মুতালা আর দরস-তাদরিসে।

জানা গেছে, ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ ১০ দিন ছুটি থাকে কওমি মাদরাসাগুলোতে। আজ ২৮ শে জুন শুক্রবার ছুটি সম্পন্ন হয়েছে।

রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সকল কওমি মাদরাসাগুলোতে কাল শনিবার থেকে যথারীতি ক্লাস আরম্ভ হচ্ছে। 

একটি সূত্রে জানা গেছে, রাজধানীসহ দেশের কিছু কওমি মাদরাসা আরও আগেই খুলেছে।

ছুটি কাটিয়ে আজ মাদরাসাগুলোতে ফিরছে শিক্ষার্থীরা। মুখরিত হচ্ছে মাদরাসা ক্যাম্পাস।

সারাদেশে অবস্থিত আমাদের প্রতিনিধিরা জানিয়েছে, মাদরাসা খোলার দিনেই ৮০ ভাগ শিক্ষার্থী চলে এসেছে। কাল ক্লাস শুরুর সময় বাকি শিক্ষার্থী আসবে বলে ধারণা করা হচ্ছে।

হাআমা/