এবার মাছ ধরার ফাঁদে মিলল রাসেলস ভাইপার! 
প্রকাশ: ২৮ জুন, ২০২৪, ০৬:২৫ বিকাল
নিউজ ডেস্ক

মাসুম পারভেজ শাকিল
ঝিনাইদহ মহেশপুর উপজেলা প্রতিনিধি : 

ঝিনাইদহের মহেশপুরে মাছ ধরার ফাঁদে একটি রাসেলস ভাইপার সাপ আটক হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা এসে নিশ্চিত করেন এটি বিষধর সাপ রাসেলস ভাইপার।

গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পেপুলবাড়িয়া এলাকার ভারতীয় সীমান্তবর্তী ইছামতি নদীতে মাছ ধরার ফাঁদে সাপটি ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, উজ্জ্বল হোসেন নামে এক কৃষক ইছামতী নদীতে মাছ ধরার জন্য বাঁশের তৈরি বিশেষ যন্ত্র পেতে রেখেছিলেন। গতকাল দুপুরে নদীতে গিয়ে দেখতে পায় ফাঁদের মধ্যে একটি সাপ আটকে আছে।

সাপটির দৈর্ঘ্যে সাড়ে ৩ ফুট। সাপটিকে দেখতে ভিড় জমায় ওই এলাকার উৎসুক জনতা।

এদিকে খুলনা থেকে একটি বিশেষ টিম এসে সাপটিকে নিয়ে যায়।

হাআমা/