হবিগঞ্জে ওয়াফার উদ্যোগে দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত 
প্রকাশ: ২৩ জুন, ২০২৪, ০১:৫০ দুপুর
নিউজ ডেস্ক

|| আবদুর রউফ আশরাফ ||

সুলতান মাহমুদপুর জামে মসজিদ সুলতান মাহমুদপুর, দক্ষিণপাড়া, হবিগঞ্জে ওয়াফার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ জুন) বিকাল ৩টা থেকে মাওলানা মুহাম্মদ তাফাজ্জুল হক ও মাওলানা আবু বকর ব্যবস্থাপনায়, মাওলানা বুরহান আইয়ুব-এর সঞ্চালনায় উক্ত দাওয়াহ বিষয়ক কনফারেন্সে অনুষ্ঠিত হয়।

বাদ আসর মাওলানা নাজমুল হুদা চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে মূল কনফারেন্স শুরু হয়।

কনফারেন্স আলোচনা করেন, মুফতী সাঈদ আহমাদ হাফিযাহুল্লাহ, বিভাগীয় প্রধান, দা'ওয়াহ ওয়াল ইরশাদ, দারুল উলুম হাটহাজারী, মুফতী আইনুল হক কাসেমী হাফিযাহুল্লাহ, মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া দারুল উলুম রূপগঞ্জ, ঢাকা, মাওলানা আনাস চৌধুরী, শিক্ষক,দারুল ইরশাদ ওয়াদ দা'ওয়াহ আল ইসলামিয়া,মাওলানা সাবের চৌধুরী প্রমুখ। 

জেলার সর্বস্থরের উলামায়েকেরাম, বিভিন্ন উপজেলা থেকে আগত ডেলিগেটবৃন্দ ও সুধী সমাজ উপস্থিত থাকেন। 

উল্লেখ্য, ওয়াফা, হবিগঞ্জের তরুণ উলামায়ে কেরামের একটি দীনি সার্কেল। যেখানে স্কুল এবং কলেজ পড়ুয়াদেরও সরব উপস্থিতি রয়েছে। বিশেষজ্ঞ উলামায়ে কেরামের তত্বাবধানে ওয়াফার কার্যক্রম চলে আসছে। ‘খিদমাহ, দা'ওয়াহ, তাযকিয়াহ’ হচ্ছে তাদের লক্ষ্য।

কেএল/