নেত্রকোনার কলমাকান্দায় মসজিদের ইমাম খুন
প্রকাশ:
১৯ জুন, ২০২৪, ০৭:০০ বিকাল
নিউজ ডেস্ক |
নেত্রকোনা জেলার কলমাকান্দায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাওলানা আব্দুল বাতেন (৬০) নামে এক মসজিদের ইমাম খুন হয়েছেন। রবিবার ( ১৬ জুন ) রাতে মসজিদের শয়নকক্ষে তাকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। সোমবার ( ১৭ জুন ) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। নিহত আব্দুল বাতেনের বাড়ি উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী সন্যাসীপাড়ায়। বিশাউতি বাইতুন নুর জামে মসজিদের পেশ ইমাম ছিলেন তিনি। খুনিদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত বিচার করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানানো হয়। বিনু/ |