৫ জুলাই থেকে শুরু হচ্ছে ‘উচ্চারণ, বক্তৃতা ও উপস্থাপনা’ কোর্স
প্রকাশ: ১৬ জুন, ২০২৪, ০৯:২৩ সকাল
নিউজ ডেস্ক

কওমি মাদরাসার শিক্ষার্থীদের মেধা বিকাশে শুরু হচ্ছে ‘উচ্চারণ, বক্তৃতা ও উপস্থাপনা’ কোর্স।

কোর্স বিষয়ে কিছু তথ্য-

ক্লাসের সময়: প্রতি শুক্রবার সকাল ৯-১১টা
কোর্সের মেয়াদ: তিন মাস
কোর্সের ধরণ: অফলাইন
ক্লাস সংখ্যা: ২৪ টি
ক্লাস শুরু: ০৫ জুলাই ২০২৪

কোর্সের স্থান: শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসা চৌধুরীপাড়া, ঢাকা

কোর্সের বিষয়-

  • উচ্চারণ সমস্যার সমাধান
  • মুখের জড়তা দূরীকরণ
  • আঞ্চলিকতা দূরীকরণ
  • স্বর সাধনা
  • বডি ল্যাঙ্গুয়েজ
  • মঞ্চ ও মিডিয়া উপস্থাপনা
  • ওয়াজ ও বক্তৃতার কলাকৌশল
  • জনসম্মুখে কথা বলার রীতিনীতি

কোর্সে প্রশিক্ষক হিসেবে থাকছেন-

মুহাদ্দিস ও ‘বক্তৃতার ক্লাস গ্রন্থের লেখক
মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন

নন্দিত উপস্থাপক ও পরিচালক, স্বরশৈলী
শাহ ইফতেখার তারিক

আলোচক ও উপস্থাপক
গাজী সানাউল্লাহ রাহমানী

সম্পাদক ও আলোচক
হুমায়ুন আইয়ুব

বাচিক শিল্পী ও প্রশিক্ষক
উমর ফারুক আশিকী

কোর্স সমন্বয়ক প্রশিক্ষক
কাউসার লাবীব
বার্তা সম্পাদক, আওয়ার ইসলাম

যোগাযোগ: 01902891996, 01726688686 (নগদ ও বিকাশ) Wattsapp

কেএল/