মালয়েশিয়ায় সাড়াশি অভিযানে ৮৪ বাংলাদেশিসহ ৩ শতাধিক অভিবাসী আটক
প্রকাশ: ০৮ জুন, ২০২৪, ০৫:২৭ বিকাল
নিউজ ডেস্ক

মালয়েশিয়ার জোহর রাজ্যে সাড়াশি অভিযানে নথিবিহীন ৮৪ বাংলাদেশিসহ ৩ শতাধিক অভিবাসীকে আটক করেছে দেশটির মিগ্রেশন।

শনিবার (৮ জুন) ভোরে দুই সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিওিতে শহরের দুটি নির্মাণ সাইটে, অভিবাসন বিভাগের ৫ ঘণ্টার সাঁড়াশি অভিযানে নথিবিহীন অভিবাসীদের আটক করা হয়।

ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর-জেনারেল (অপারেশন) জাফরি এমবোক তাহা শনিবার এক বিবৃতিতে বলেছেন, ড্রোন নজরদারিসহ প্রাথমিক তথ্যে দেখা গেছে, ৮৫০ থেকে ১১০০ বিদেশিকে রূপান্তরিত বাসস্থানে রাখা হয়েছিল।

অভিবাসীরা অভিবাসন এনফোর্সমেন্ট অফিসার, সিভিল ডিফেন্স ফোর্স, ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট, পিপলস ভলান্টিয়ার কর্পস (রেলা) এবং ন্যাশনাল অ্যান্টি-ড্রাগস এজেন্সিসহ ১৩০ জনের একটি দল এ অভিযান পরিচালনা করে। একই স্থানে আটককৃতদের মধ্যে ৮৪ বাংলাদেশি, ভারতীয়, ইন্দোনেশিয়ান, মিয়ানমার ও পাকিস্তানি নাগরিক অবস্থান করছিল।

হাআমা/