চাঁদ দেখা গেছে, দেশে কুরবানির ঈদ ১৭ জুন
প্রকাশ:
০৭ জুন, ২০২৪, ০৯:৩৯ রাত
নিউজ ডেস্ক |
দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৭ জুন পবিত্র কুরবানির ঈদ উদযাপিত হবে। আজ শুক্রবার (৭ জুন) রাতে চাঁদ দেখা গেছে বলে নিশ্চিত করেছে ইসলামিক ফাউন্ডেশন ও জাতীয় চাঁদ দেখা কমিটি। হিজরি ১৪৪৫ সালের জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে শুক্রবার (৭ জুন) বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এদিন বাদ মাগরিব এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় রংপুর বিভাগের পীরগাছায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এদিকে, সৌদি আরবে ৭ জুন থেকে শুরু হয়েছে জিলহজ মাস। আগামী ১৫ জুন পবিত্র হজ এবং পরদিন ১৬ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। হাআমা/ |