আগামীকাল আড়াই ঘণ্টা বন্ধ থাকবে জয়দেবপুর-বঙ্গবন্ধু সেতু ট্রেন রুট
প্রকাশ:
০৭ জুন, ২০২৪, ০৯:৫৮ সকাল
নিউজ ডেস্ক |
উত্তরবঙ্গে যাতায়াতের জয়দেবপুর থেকে বঙ্গবন্ধু সেতু ট্রেন রুট আড়াই ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ফলে আগামীকাল শনিবার সকালের দিকে ওই আড়াই ঘণ্টা সময়ের ট্রেন চলাচল রুটটিতে বন্ধ থাকবে। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট মো. আব্দুল আওয়ালের গত ৫ জুন স্বাক্ষরিত এক পত্রে বলা হয়, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ’ প্রকল্পের অনুমোদিত ট্র্যাক সুইচিং প্ল্যান অনুযায়ী বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনের নতুন নির্মিত লাইন-২ এর সঙ্গে মেইন লাইনের সংযোগ প্রদান করা হবে। এর জন্য ৮ জুন সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত একতা এক্সপ্রেস (৭০৬) ট্রেন পার হওয়ার পর ২ ঘণ্টা ৩০ মিনিট অপারেশনাল ব্লকের অনুমোদন প্রদান করা হলো। উল্লিখিত সময়ে যাতে কোনো ধরনের অপারেশনাল জটিলতা সৃষ্টি না হয় তা তদারকির জন্য প্রকল্প সংশ্লিষ্ট একজন কর্মকর্তা সার্বক্ষণিক উপস্থিত থাকবেন; সহকারী প্রকৌশল (জয়দেবপুর) ও সহকারী পরিবহন কর্মকর্তা (পাকশী) মনিটরিং করবেন এবং বঙ্গবন্ধু সেতু পূর্ব ও টাঙ্গাইল স্টেশন স্টেশন মাস্টার সার্বক্ষণিক পাকশী কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন। এনএ/ |