শিক্ষায় বাজেট বাড়ছে ৬ হাজার ৫৪৭ কোটি টাকা
প্রকাশ:
০৬ জুন, ২০২৪, ০৯:০১ রাত
নিউজ ডেস্ক |
আগামী ২০২৪-২৫ অর্থবছরে শিক্ষায় মোট বাজেট বাড়ছে ৬ হাজার ৫৪৭ কোটি টাকা। এবছর শিক্ষায় মোট বাজেট প্রস্তাব করা হয়েছে ৯৪ হাজার ৭১১ কোটি টাকা, যা আগে ছিলো ৮৮ হাজার ১৬৩ কোটি টাকা। বৃহস্পতিবার (৬ জুন) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। অর্থমন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য ৪৪ হাজার ১০৯ কোটি টাকা বাজেট বরাদ্দ প্রস্তাব করেছেন অর্থ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। যা ২০২৩-২৪ অর্থ বছরে ছিলো ৪২ হাজার ৮৩৯ কোটি টাকা। এ ছাড়াও কারিগরি ও মাদরাসা শিক্ষায় বাজেট বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ১১ হাজার ৭৮৩ কোটি টাকা। গত অর্থ বছরে এই বাজেট ছিলো ১০ হাজার ৬০২ কোটি টাকা। হাআমা/ |