পুকুর থেকে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসাছাত্রের মৃত্যু
প্রকাশ:
০১ জুন, ২০২৪, ০৫:৩৬ বিকাল
নিউজ ডেস্ক |
পিরাজপুর সদর উপেজলায় পুকুর থেকে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রায়হান (১০) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) উপজেলার বাদুড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া রায়হান বাদুরা গ্রামের জোবায়ের হাওলাদারের ছেলে। সে স্থানীয় একটি নূরানী মাদ্রাসায় অধ্যয়নরত ছিল। স্থানীয়রা জানান, শনিবার সকালে রায়হান বন্ধুদের সাথে বাড়ির সামনে ফুটবল খেলছিল। একপর্যায়ে বলটি পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে সে বলটি তুলতে পুকুরে নামে। এ সময় পুকুরের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সংস্পর্শে আসলে বিদ্যুতায়িত হয়ে পড়ে সে। পরে স্বজনর ও স্থানীয়রা উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুজ্জামান বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি। বিনু/ |