ঈদুল আজহা যাত্রায় জিরো টলারেন্স নীতিতে হাইওয়ে পুলিশ
প্রকাশ: ২৬ মে, ২০২৪, ০৫:২৬ বিকাল
নিউজ ডেস্ক

অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ ঈদযাত্রা মেনে নেবে না হাইওয়ে পুলিশ। এ ক্ষেত্রে তারা জিরো টলারেন্স নীতিতে থাকবে। এমন হুঁশিয়ারি দিয়েছেন হাইওয়ে পুলিশ প্রধান শাহাবুদ্দিন খান।

ঈদুল আজহা উপলক্ষে মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখতে সংশ্লিষ্ট ইউনিটগুলোর সঙ্গে রোববার (২৬ মে) রাজারবাগে এক মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

চালকদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, এবারের ঈদযাত্রায় প্রায় দুই কোটি লোক ঢাকা ছাড়বে।  

অনুষ্ঠানে বাস মালিক সমিতির সদস্যরা চাঁদাবাজি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশকে আরও সতর্ক থাকার অনুরোধ জানান। মূল রাস্তার ধারে কোনো পশুর হাট না রাখার বিষয়েও সংশ্লিষ্টদের পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়।

হাআমা/