বিনামূল্যে ১০ হাজার ফতোয়ার কপি বিতরণ করবে হাইআতুল উলয়া
প্রকাশ:
২৩ মে, ২০২৪, ১০:০৩ রাত
নিউজ ডেস্ক |
|| হাসান আল মাহমুদ || ট্রান্সজেন্ডার বিষয়ে প্রকাশিত ফতোয়ার ১০ হাজার কপি বিতরণ করার উদ্যোগ নিয়েছে কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ। বোর্ডটির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, প্রাথমিকভাবে ১০ হাজার কপি ছাপার উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তীতে কেউ উদ্যোগী হতে চাইলে আরও বেশিও ছাপা হতে পারে। সূত্র জানায়, আনুমানিক ১০-১২ দিনের মধ্যে ছাপা কপি চলে আসবে। প্রাথমিকভাবে ইমাম-খতিব ও সমাজকে সচেতন করবেন এমন অভিভাবকদের কাছে পৌঁছানো হবে ফতোয়ার কপি। এছাড়া, সরকার মহলের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের হাতেও পৌঁছানো হবে বলে জানা গেছে। প্রসঙ্গত, গত মঙ্গলবার (২১ মে/ ১২ যিলকদ ১৪৪৫ হিজরী) আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ এর কার্যালয়ে জাতীয় মুফতি বোর্ডের উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় ‘শরীয়তের দৃষ্টিতে ট্রান্সজেন্ডার মতবাদ: একটি প্রামাণ্য ফতোয়া’ শিরোনামে এই ফতোয়া প্রকাশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় মুফতি বোর্ডের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান। সভায় উপস্থিত ছিলেন আল-হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান হযরত মাওলানা সাজিদুর রহমান, হযরত মাওলানা মাহফুজুল হক, হযরত মাওলানা মুফতি মোহাম্মাদ আলী, হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ, হযরত মাওলানা মুফতি জসিমুদ্দীন, হযরত মাওলানা মুফতি এনামুল হক (বসুন্ধরা), হযরত মাওলানা মুফতি শামসুদ্দিন জিয়া, হযরত মাওলানা মুফতি মানসূরুল হক, হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান (সিলেট), হযরত মাওলানা মুফতি মীযানুর রহমান সাঈদ, হযরত মাওলানা মুফতি দেলোয়ার হোসাইন, হযরত মাওলানা মুফতী আব্দুস সালাম (ফরিদাবাদ), হযরত মাওলানা মুফতি কেফায়াতুল্লাহ (হাটহাজারী) ও জাতীয় মুফতি বোর্ডের সদস্য সচিব হযরত মাওলানা মুফতি আব্দুল মালেক। হাআমা/ |