হাজীরা নিজ দেশে কুরবানি দিতে পারবে ?
প্রকাশ:
২০ মে, ২০২৪, ০১:১১ দুপুর
নিউজ ডেস্ক |
প্রশ্ন: ১. একজন হাজীর জন্য কয়টি কুরবানি করা জরুরি? ২.কুরবানি নিজ দেশে করলে আদায় হবে কি? আমাকে একজন বলেছে যে, হাজী সাহেব সৌদি আরবে ১টি কুরবানি দেয় তাহলে নিজ দেশেও ১টি কুরবানি দিতে হবে। কথাটি কতটুকু সত্য? উত্তর: হাজী সাহেব যদি হজে তামাত্তু বা হজ্জে কিরান করে থাকেন, তাহলে তার উপর ‘দমে শোকর’ হিসেবে একটি কুরবানি আবশ্যক হয়। এটি ঈদুল আযহার ওয়াজিব কুরবানি নয়। বরং এটি হজের দমে শোকর বা হজের কুরবানি। হজে গমণকারী ব্যক্তি যদি মক্কায় পনের দিন থাকার নিয়ত না করে, তাহলে সে মুসাফির। মুসাফিরের উপর ঈদুলে ফিতরের কুরবানি আবশ্যক হয় না। তবে যদি মক্কায় পনের দিন থাকার নিয়ত করে, তাহলে উক্ত হাজী মুকীম হয়ে যাবে। তখন তার কাছে নিসাব পরিমাণ মাল প্রয়োজন অতিরিক্ত থাকলে ঈদুল আযহার কুরবানি করা আবশ্যক হবে। এই কুরবানি সৌদিতেও দিতে পারবে। আবার নিজ দেশেও দিতে পারবে। কিন্তু দমে শোকর তথা হজের কুরবানি কেবল মক্কায়ই দিতে হবে। অন্যত্র দেওয়া যাবে না। তবে ঈদুল আযহার কুরবানি সৌদিতেও দেওয়া যায়, আবার নিজ দেশেও দিতে পারবে। (আদ্দুররুল মুখতার-৯/৪৩৪, আত্তাকমিলাতুল বাহরুর রায়েক-৮/৩১৮, আল জাওহারাতুল নাইয়েরা-২/২৮২) উত্তর প্রদানে: মুফতি লুৎফুর রহমান ফরায়েজী এনএ/ |