সেনাবাহিনীর অভিযানে কুকি চিন’র তিন সদস্য নিহত
প্রকাশ:
১৯ মে, ২০২৪, ০৩:১৯ দুপুর
নিউজ ডেস্ক |
বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট- কেএনএফ এর তিন সদস্য নিহত হয়েছে। রবিবার (১৯ মে) সকালে রোয়াংছড়ি-রুমা সীমান্তবর্তী গহীন জঙ্গলে অভিযান চালায় যৌথবাহিনী। রনিন পাড়া উজানে রুমা সীমান্তের ঢেবাপাড়া এলাকায় যৌথবাহিনী ও কেএনএফ সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়। পরে কেএনএফ এর তিন সন্ত্রাসীর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। উদ্ধার করা হয় অস্ত্র, বেতার যন্ত্র ও অন্যান্য সরঞ্জাম। দুই এপ্রিল রুমার সোনালী ব্যাংকে ডাকাতি করে অর্থ লুট ও ম্যানেজারকে অপহরণ করে পাহাড়ে সশস্ত্র সংগঠন কেএনএফ। এর পর থেকে তাদের বিরুদ্ধে রুমা ও থানচিতে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। এনএ/ |