ঘরের অভাবে মেয়ে বিবাহ দিতে পারছেন না অসহায় বাবা
প্রকাশ: ১৮ মে, ২০২৪, ০৩:৫৩ দুপুর
নিউজ ডেস্ক

মো. সাখাওয়াত হোসেন,
ফরিদপুর জেলা প্রতিনিধি

একটি ঘরের অভাবে মেয়ের বিবাহ দিতে পারছেন না অসহায় এক পিতা। ঘটনাটি ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের সাবেক মেম্বার পোড়াদিয়া গ্রামের। ঐ ব্যক্তির নাম জাকারিয়া হোসেন (৬০)। তিনি স্ত্রী ও কলেজ পড়ুয়া বিবাহযোগ্য কন্যা সন্তান নিয়ে পলিথিনের ছাউনি আর পাটখড়ির বেড়া দিয়ে ঘর বানিয়ে বসবাস করছেন। 

অসহায় এই পিতা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের সরকারি একটি ঘর পেলে পরিবার নিয়ে থাকতে পারতাম, দিতে পারতাম মেয়ে বিয়ে। 

তিনি আরও বলেন, আমার কোন পুত্র সন্তান নেই, তিনটি মেয়ে আছে, ছোট মেয়ে কলেজে পড়ে। লেখাপড়ার খরচ জোগাতে হয় মানুষের কাছে সাহায্যে চেয়ে। মাছ ধরা আমার নেশা ছিলো, মাছ বিক্রি করে কোনমতে সংসার চলছিলো। কিন্ত নিয়তির খেলা আমি হঠাৎ স্টোক করে অসুস্থ হয়ে পড়ছি।

মানুষের সেবা করাই যার কাজ আজ তিনি নিজেই অসহায় জীবনযাপন করছেন। কখনো তিনি অসহায়ত্বের কথা কাউকে বলেননি। পলিথিনের ঘরেই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে বসবাস করছেন তিনি। সাংবাদিকদের মিডিয়ার মাধ্যমে প্রচারের অনুরোধ করে বলেন, সরকারি ভাবে একটি ঘর পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহবান জানান তিনি।

এনএ/