ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক চাঁপায় যুবকের মর্মান্তিক মৃত্যু
প্রকাশ: ১৩ মে, ২০২৪, ০৫:৩৯ বিকাল
নিউজ ডেস্ক

মো. সাখাওয়াত হোসেন
ফরিদপুর জেলা সংবাদদাতা

ফরিদপুরের ভাঙ্গায় ড্রাম ট্রাকের চাঁপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। যুবকের নাম নিশাত শিকদার ২৫)। 

সোমবার (১৩ মে) বেলা সাড়ে ১১ টায় ভাঙ্গা পৌর সদরের হেলিপ্যাড সংলগ্ন কাপুড়িয়া সদরদী-চৌধুরী কান্দা সদরদী গ্রামের ফিডার রাস্তার রেল ক্রসিংয়ের নিচে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত নিশাদ শিকদার উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. দেলোয়ার শিকদারের একমাত্র ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় সূত্রে জানা যায়, একটি খালি ড্রাম ট্রাক চরকান্দা এলাকা থেকে রেল রাস্তার পাশ দিয়ে ফরিদপুর-বরিশাল মহাসড়কের দিকে যাচ্ছিল। অপরদিকে নিহত নিশাদ তার ব্যবহৃত সুজুকি জিক্সার মোটরসাইকেল চালিয়ে কাপুড়িয়া সদরদী গ্রাম থেকে রেল রাস্তার নিচ দিয়ে চৌধুরীকান্দা সদরদীর দিকে ক্রস করছিল।

তখন ক্রস করার সময় খালি ড্রাম ট্রাকের সামনে চাঁপা পড়লে নিশাদের মাথার উপর চাকা গেলে পৃষ্ট হয়ে ঘটনাস্থলে নিশাদের মর্মান্তিক মৃত্যু হয়। অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য দেলোয়ার হোসেন তার একমাত্র ছেলের মৃত্যুতে তিনি পাগল প্রায় অবস্থায় রয়েছেন।

এ ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. খাইরুল আনাম সাংবাদিকদের জানান, দুর্ঘটনাটি ঘটেছে গ্রামের রাস্তায় রেল ক্রসিং এর নিচে।

এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, নিশাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এনএ/