বাবুর্চি নিচ্ছে শায়খ আহমাদুল্লাহ’র ফাউন্ডেশন; বেতন ৩০ থেকে ৫০ হাজার
প্রকাশ: ০৯ মে, ২০২৪, ০৫:৫১ বিকাল
নিউজ ডেস্ক

৩০ থেকে ৫০ হাজার বেতনে বাবুর্চি নিয়োগ বিজ্ঞপ্তি ঘোষণা করেছে শায়খ আহমাদুল্লাহ’র আস-সুন্নাহ ফাউন্ডেশন।

সম্প্রতি ‘প্রধান বাবুর্চি +বাবুর্চি প্রশিক্ষক আবশ্যক’ শিরোনামে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়-

আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের রন্ধন-প্রশিক্ষণার্থীদের রান্নার প্রশিক্ষণ প্রদান ও আস-সুন্নাহ ফাউন্ডেশন ও এর সহযোগী প্রতিষ্ঠানের কর্মী-স্বেচ্ছাসেবকদের খাবার রান্নার মূল দায়িত্ব পালন করার জন্য একজন কর্মী আবশ্যক।

⦿ যোগ্যতা
ন্যূনতম এসএসসি/দাখিল সমমান পাশ
ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা
বাবুর্চি হিসেবে প্রশিক্ষণ গ্রহণকারী এবং একই বিষয়ে প্রশিক্ষণ প্রদানে সক্ষম
সুন্নাহসম্মত জীবন যাপনে অভ্যস্ত

⦿ সুযোগ-সুবিধা
বেতন (৩০,০০০-৫০,০০০)
বোনাস: বছরে দুটি
থাকা ও খাওয়ার ব্যবস্থা

সিভি পাঠানোর শেষ তারিখ: ২৪ মে, ২০২৪
ইমেইল: [email protected]

অথবা ফাউন্ডেশনের অফিসে সরাসরি জমা দিন।
ঠিকানা:
প্লট-সি ৭০, রোড নং ৩, ব্লক-সি, আফতাবনগর, ঢাকা-১২১২
যোগাযোগ: 09610001089 (সকাল ৯:০০ টা থেকে বিকাল ৫:০০ টা)

বি. দ্র. যারা আগে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

হাআমা/