তীব্র গরমে স্মার্টফোনের সুরক্ষায় যা করবেন
প্রকাশ:
২৭ এপ্রিল, ২০২৪, ১১:৩৩ দুপুর
নিউজ ডেস্ক |
গ্রীষ্মকাল যাদের পছন্দের মৌসুম নয়, এ গরমে তাদের অনেকেরই মন খারাপ হয়ে যাচ্ছে। তীব্র গরমে শুধু মন নয়, খারাপ হতে পারে ফোনও। তাই গরমে ফোনের যত্ন নিতেও ভুলবেন না। গরমে অল্প ব্যবহার করলেই ফোন গরম হয়ে যাচ্ছে। হঠাৎ ফোন গরম হয়ে গেলে কীভাবে সামাল দেবেন। ১. বাইরে বের হলে ফোন হাতে নয়, ব্যাগের মধ্যে রাখুন। সূর্যের আলোয় ফোন তীব্র গরম হয়ে যায়। এখন রোদের যা তেজ, তা ফোন গরম হতে বেশিক্ষণ সময় নেবে না। এতে ফোনের ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। ২. ফোন ব্যবহারের কিছু নিয়ম আছে। সেগুলো জেনে না রাখলে যেকোনো সময় বিগড়ে যেতে পারে যন্ত্র। ফোনে একাধিক অ্যাপ একসঙ্গে খুলে রাখবেন না। এতে ফোনের ব্যাটারি বেশি খরচ হয়। ফোন ক্রমশ গরম হতে থাকে। তাই যখন যে অ্যাপ প্রয়োজন সেটাই খুলে রাখুন। বাকিগুলো বন্ধ করে দিন। ৩. একটানা বেশিক্ষণ ফোন ব্যবহার করবেন না। দীর্ঘক্ষণ ফোন ঘাটলে গরম হয়ে যায়। ব্যাটারির ওপরও এর প্রভাব পড়ে। সেক্ষেত্রে অল্পদিনেই ব্যাটারি খারাপ হয়ে যেতে পারে। ৪. ফোন গরম হয়ে গেলে ঠাণ্ডা করার একটি উপায় হলো কুলিং ফ্যান। বাজারে বিভিন্ন ধরনের কুলিং ফ্যান পাওয়া যায়। শুধু ফোন ঠাণ্ডা করতেই নানা ধরনের কুলিং ফ্যান পাওয়া যায়। সেগুলো ব্যবহার করতে পারেন। এনএ/ |