মিরপুরের খাদিজাতুল কুবরা রা. মহিলা মাদরাসায় ভর্তি চলছে
প্রকাশ:
২৪ এপ্রিল, ২০২৪, ১২:১৫ রাত
নিউজ ডেস্ক |
নারীদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে রাজধানীর মিরপুর ১১ নাম্বার সেকশনে অবস্থিত সম্পূর্ণ মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত খাদিজাতুল কুবরা রা. মহিলা মাদরাসা। মাদরাসার মুহতামিম মুফতি জাহিদুল ইসলাম জানান, হযরত খাদিজা, হযরত আয়েশা ও বাবেয়া বসরীর মতো আদর্শ মানুষ তৈরি কারায় এই মাদরাসার উদ্দেশ্য তিনি আরো বলেন, শিক্ষিকাগণ শুধু ছাত্রীদের পড়ালেখা নয় বরং সার্বক্ষণিক তারবিয়াত ও আমল আখলাকের দিকে খেয়াল রাখেন। মাদরাসার বিভাগ সমূহ- মাদরাসার বৈশিষ্ট সমূহ- »মনোরম পরিবেশ ও সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত এরিয়া » অভিজ্ঞ শিক্ষিকা দ্বারা পরিচালিত। » দেশ-বিদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের পরামর্শে পরিচালিত। » শিক্ষার পাশাপাশি আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র গঠনে বিশেষ তরবিয়ত ও ইসলাহি মজলিসের ব্যবস্থা। » দৈনন্দিন কাজকর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের আমলী প্রশিক্ষণ। » সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক পরীক্ষার মাধ্যমে ছাত্রীদের পড়ালেখার মানোন্নয়ন করণ। » কওমি মাদরাসার শিক্ষাবোর্ড কর্তৃক প্রণীত সিলেবাস অনুকরণ। ভর্তি ফি: ৩০০০/- বি:দ্র: মেধাবী অসহায়-গরিব ছাত্রীদের জন্য বিশেষ ছাড় রয়েছে। ঠিকানা: সেকশন-১১, ব্লক-এ, লেন-১৭, এভি-৩, বাড়ি-৩, পল্লবী, মিরপুর ঢাকা-১২১৬। ভর্তির জন্য যোগাযোগ: মুফতি জাহিদুল ইসলাম (মুহতামিম) এনএ/ |