আল্লাহর ক্রোধ থেকে বাচঁতে দোয়া শিখিয়েছেন নবীজি
প্রকাশ:
২৩ এপ্রিল, ২০২৪, ১২:২৬ দুপুর
নিউজ ডেস্ক |
প্রত্যেক মানুষের জন্য আল্লাহর হকুম মান্য করা আবশ্যক। প্রতিটি ক্ষেত্রেই আল্লাহর আদেশ-নিষেধের বিধান রয়েছে। তাই আল্লাহর ক্রোধ থেকে বাঁচার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেমন দান সদকা করতে বলেছেন, তেমনি দোয়াও শিখিয়ে গেছেন। দোয়াটি হলো- اَللهم إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ، وَتَحَوُّلِ عَافِيَتِكَ، وَفُجَاءَةِ نِقْمَتِكَ، وَجَمِيعِ سَخَطِكَ উচ্চারণ: আল্লাহুম্মা আউজুবিকা মিন যাওয়ালি নি-মাতিকা ওয়া তাহাউলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামিয়ি সাখাতিকা। অর্থ: হে আল্লাহ! অবশ্যই আমি আপনার নিকট আপনার অনুগ্রহের অপসরণ, নিরাপত্তার প্রত্যাবর্তন, আকস্মিক পাকড়াও এবং যাবতীয় অসন্তোষ থেকে আশ্রয় প্রার্থনা করছি।’ (মুসলিম ২৭৩৯, আবু দাউদ ১৫৪৫) আল্লাহ তায়ালা আমাদেরকে তার ক্রোধ থেকে বেচেঁ থাকার তাওফিক দান করুন। এনএ/ |