যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ
প্রকাশ:
২২ এপ্রিল, ২০২৪, ০৯:০৭ সকাল
নিউজ ডেস্ক |
গ্যাস পাইপলাইনে জরুরি কাজের জন্য দেশের বিভিন্ন স্থানে আজ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রোববার (২১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে জানানো হয়, সোমবার (২২ এপ্রিল) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাভারের বিভিন্ন এলাকায় ২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। উল্লেখিত সময়ে যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো- আশুলিয়া, খেজুর বাগান, সাভারের টংগাবাড়ী, গৌরীপুর, খাগান, কুমকুমারী ও আক্রান। এছাড়াও এ সময়ের মধ্যে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাময়িক এ অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করে জানিয়েছে, পাইপলাইনে কাজ চলাকালে পার্শ্ববর্তী এলাকায় গ্যাস সরবরাহের চাপ কম থাকতে পারে। এনএ/ |