তীব্র তাপদাহের কারণে শিক্ষা কার্যক্রম এক সপ্তাহ পেছাল বারিধারা মাদরাসা
প্রকাশ:
২১ এপ্রিল, ২০২৪, ০৪:১০ দুপুর
নিউজ ডেস্ক |
রাজধানীর গুলশানে অবস্থিত ঐহিত্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বারিধারায় নতুন বছরের শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা দিয়ে শিক্ষা কার্যক্রম এক সপ্তাহ পিছিয়েছে। তীব্র তাপদাহের কারণে নির্দেশনায় নতুন-পুরাতন শিক্ষার্থীদের ক্লাশ শুরু, সিট বন্টন ও কিতাব বিতরণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। আজ রবিবার (২১ এপ্রিল) মাদরাসা মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমী স্বাক্ষরিত জরুরি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জামিয়া মাদানিয়া বারিধারায় ১৪৪৫—৪৬ হি. শিক্ষাবর্ষে ভর্তি সম্পন্নকারী নতুন-পুরাতন সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, জামিয়ার পূর্ব ঘোষণা অনুযায়ী বর্তমান শিক্ষাবর্ষের সিট বণ্টন ও কিতাব বিতরণ আগামী ২১, ২২ ও ২৩ এপ্রিল, নির্ধারিত থাকলেও তীব্র তাপদাহের কারণে উপরে বর্ণিত কার্যক্রম বিলম্বিত করে আগামী ২৯ ও ৩০ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। তাই আগামী ২৮ (রবিবার) রাত পর্যন্ত নতুন-পুরাতন সকল ছাত্রকে জামিয়ায় উপস্থিত হওয়ার আহ্বান জানানো যাচ্ছে। এদিকে সারাদেশে সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে আবহাওয়া অফিস বলছে, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে। পাশাপাশি তাপমাত্রা আরও বাড়ার শঙ্কা রয়েছে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিও বাড়তে পারে। এনএ/ |