আল্লাহর কাছে মুমিনের প্রত্যাশা
প্রকাশ:
২০ এপ্রিল, ২০২৪, ০৭:১০ বিকাল
নিউজ ডেস্ক |
|| নাজমুল হুদা মজনু || আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষের দুনিয়া- আখেরাতের উভয় জগতের জন্য অপূর্ব এক কল্যাণকামী রাহবার। জাহান্নামের যন্ত্রণাদায়ক কঠিন আজাবের সতর্ককারী; সেই সাথে মুমিন বান্দাদের শান্তিময় মনোরম জান্নাতের পথ প্রদর্শক। কণ্টকাকীর্ণ অন্ধকার চলার পথে তিনিই উত্তম আলোর দিশারী। তাঁর শানমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেছেন, মহীয়ান গরীয়ান আল্লাহ জাল্লা শানহু তাঁর রাসূলের কাছে কুরআনুল কারিম নাজিল করে তাঁর পাপীতাপী বান্দাদের নাজাতের বার্তা জানিয়ে দিয়েছেন। এ কথা ধ্রব সত্য যে, আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে ঈমানদারকে ভালোবাসেন; বান্দাকে জাহান্নামে দেয়া তাঁর ইচ্ছা নয়। কেবল সতর্কতার জন্য তিনি তাঁর বান্দাদেরকে আহ্বান জানান। তিনি তাঁর প্রিয় বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, 'হে বিশ্বাসীরা! তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজনকে রক্ষা করো (জাহান্নামের) অগ্নি থেকে, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে নিয়ােজিত আছে নির্মম-হৃদয়, কঠোর-স্বভাব ফেরেশতারা, যারা আল্লাহ যা তাদেরকে আদেশ করেন, তা অমান্য করে না এবং তারা যা করতে আদিষ্ট হয়, তাই করে। (তাহরিম-৬) আল্লাহ রাব্বুল আলামিন নানা ধরনের উপমা-উদাহরণ দিয়ে বান্দাদেরকে তার কাছাকাছি পৌঁছার পথে অনুপ্রেরণা প্রদান করেন। কুরআন মাজিদে আল্লাহ তায়ালা বলেন- ফলে আমি তাদের এমনভাবে নির্মূল করে দিলাম যেন গতকাল (পর্যন্ত এখানে) তার কোনাে অস্তিত্বই ছিল না; এভাবেই আমি আমার আয়াতগুলো সেসব জাতির জন্যে খুলে খুলে বর্ণনা করি, যারা (এ সম্পর্কে) চিন্তাভাবনা করে। (ইউনুস-২৪) মুমিন বান্দাদের উচিত কেবল দুনিয়ার চাকচিক্য কামনা নয়; আল্লাহ তায়ালার সন্তুষ্টি প্রত্যাশা এবং আখেরাতের অনন্ত জীবনে মনোরম জান্নাতে বাসিন্দা হওয়ার জন্য চেষ্টা-সাধনা অব্যাহত রাখা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে লাভজনক এক ব্যবসা করার জন্য তাগিদ দিয়েছেন; আর তা হচ্ছে নিজেদের জীবন উৎসর্গ করে মহামূল্যবান জান্নাতের বাগবাগিচা ঘেরা প্রাচুর্যময় সুরম্য প্রাসাদ ক্রয় করা। আল্লাহ তায়ালা কুরআন মাজিদে বলেন, যারা ঈমান এনেছো আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের কথা বলে দেবো, যা তোমাদেরকে রক্ষা করবে এক যন্ত্রণাদায়ক শাস্তি থেকে? তা এই যে, তোমরা আল্লাহর প্রতি ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনবে এবং জিহাদ করবে আল্লাহর পথে তোমাদের ধন-সম্পদ ও তোমাদের জীবন দিয়ে। এটাই তোমাদের জন্য শ্রেয়, যদি তোমরা জানতে। আল্লাহ ক্ষমা করে দেবেন তোমাদের গুনাহসমূহ এবং দাখিল করবেন জান্নাতে, প্রবাহিত হতে থাকবে যার নিম্নদেশে নহরসমূহ এবং এমন মনোরম গৃহ যা রয়েছে অনন্তকাল বসবাসের জন্য। এটাই মহা সাফল্য।' (আস্ সফ ১০-১২) পবিত্র কুরআনুল কারিমের পাশাপাশি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে এ সম্পর্কিত দিকনির্দেশনা দেয়া হয়েছে। শয়তানের ওয়াসওয়াসায় ও নফসের ধোঁকায় মানুষ বিভ্রান্ত হয়ে বিপথগামী হয়ে যায়। মুমিনদের মনে রাখতে হবে, আল্লাহ তায়ালা যেমন কঠিন শাস্তিদাতা তেমনি আবার অসীম দয়াময়। রাহমানুর রাহিম আল্লা জাল্লা শানহু বলেন- লেখক : আলোচক ও সাংবাদিক এনএ/ |