সীমিত কোঠায় ভর্তি নেবে ঢাকার জামিয়া ইসলামিয়া জহির উদ্দিন আহমদ মানিক নগর মাদ্রাসা
প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৪, ০৭:৫৯ বিকাল
নিউজ ডেস্ক

সীমিত কোঠায় ভর্তি নেবে জামিয়া ইসলামিয়া জহির উদ্দিন আহমদ মানিক নগর মাদ্রাসা ও এতিমখানা ৫৭/১ এ, ওয়াসা রোড উত্তর মানিকনগর ঢাকা।

জানা যায়, ১৪৪৫-৪৬ হিজরী শিক্ষাবর্ষে নূরানী, নাজেরা, হিফজ ও কিতাব বিভাগের নতুন-পুরাতন ছাত্রদের সীমিত কোঠায় ভর্তি নেয়া হবে। ফরম বিতরণ : ৭ শাওয়াল  ১৭ এপ্রিল বুধবার।

বিভাগসমূহ-
ক. আদর্শ নূরানী 
খ. নাজেরাতুল কুরআন 
গ. হিফজুল কুরআন 
ঘ. হিফজ রিভিশন 
ঙ. কিতাব বিভাগ 
(ইবতিদাইয়্যা থেকে তাকমিল দাওরায়ে হাদিস পর্যন্ত)

বৈশিষ্ট্য সমূহ
★ তিন বছরে হিফজুল কুরআন সমাপনীর ব্যবস্থা। ★ আন্তর্জাতিক মানের হাফেজ কারীগণের তত্ত্বাবধানে মশক ও শ্রুতিমধুর তিলাওয়াত শিক্ষা।
★ পড়া লেখার মানোন্নয়নে বেফাক ও হাইয়াতুল উলয়া বোর্ডের অধীনে পরিক্ষা গ্রহণ।
★ মনোরম পরিবেশে তিন বেলা স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশন।
★ প্রাথমিক চিকিৎসা ও নিয়মিত শরীরচর্চা।
★ সুদক্ষ শিক্ষক মন্ডলীর তত্ত্বাবধানে দ্বীনি পরিবেশে পাঠদান ও গ্রহণ। 
★ ধর্মীয় ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়। 
★ নৈতিক ও চারিত্রিক অবক্ষয় রোধে আত্মশুদ্ধির ব্যবস্থা।
★ এতিম মেধাবী ও অসহায় ছাত্রদের জন্য থাকা খাওয়ার বিশেষ ব্যবস্থা। 
★ সার্বক্ষণিক নিরাপত্তার লক্ষ্যে সিসি ক্যামেরা ও সিকিউরিটি গার্ডের ব্যবস্থা ।

ভর্তির নিয়মাবলি ও খরচের তালিকা।
ভর্তি ফরম: ১০০ একশত টাকা। 
নতুন ছাত্রদের ভর্তি ফী : ৩৫০০/-
পুরাতন ছাত্রদের ভর্তি ফী ২৫০০/-

নূরানী, নাজের ও হিফজ বিভাগের আবাসিক, অনাবাসিক / ডে-কেয়ার বেতন : ১৫০০/-
মাসিক খোরাকি : ২৫০০/-

কিতাব বিভাগের বেতন: ১২০০/- 
মাসিক খোরাকি : ২০০০/-

ভর্তি ইচ্ছুক সকল ছাত্রকে এক কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, এন আইডি ফটোকপি/জন্ম
সনদের ফটোকপি সাথে আনতে হবে।

প্রতিদিন সকাল ০৮টা থেকে ১২ টা, দুপুর ২.৩০ মি. থেকে আসর ও মাগরিবের পর থেকে রাত ৯টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে ইনশাআল্লাহ। 

সার্বিক যোগাযোগ: ০১৮৩৩৫৫৭১১১২, ০১৯৩১৩৪৯৬৬৯, ০১৯৩১৩৪৭৯৭৭

কেএল/