বেফাকের ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষায় শীর্ষ যে ১৪ মহিলা মাদরাসা
প্রকাশ:
০৮ এপ্রিল, ২০২৪, ০৭:২২ বিকাল
নিউজ ডেস্ক |
|| হাসান আল মাহমুদ || কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গত বৃহস্পতিবার (৪ এপ্রিল ২০২৪/ ২৪ শে রমজান ১৪৪৪ হিজরী) বেফাক মিলনায়তনে বেলা ৩টায় বেফাকের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান-এর উপস্থিতিতে মহাসচিব মাওলানা মাহফুজুল হক ফলাফল ঘোষণা করেন। বেফাকের ফলাফলে দেখা যায়, সারা দেশের ১৪ টি মহিলা মাদরাসা মেধাতালিকায় সারাদেশে ১ম, ২য় ও ৩য় হয়ে গৌরব স্থান লাভ করেছে। সেসব মাদরাসার শ্রেণিবিন্যাস (ফযীলত-ইবতিদাইয়্যাহ) অনুযায়ি তুলে ধরা হলো-
বিস্তারিত ফলাফল ফযীলত (স্নাতক): মহিলা শাখায়: মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে হবিগঞ্জ জেলার আল জামেয়াতুত্বায়্যিবা (কওমী মহিলা মাদরাসা), বানিয়াচং-এর মোছা: মারজিয়া আক্তার। তার প্রাপ্ত নম্বর ৬৫১। ২য় স্থান অধিকার করেছে যৌথভাবে দুজন। যথাক্রমে- ঢাকা জেলার জামিয়া দারুস সুফফা লিল বানাত, মোহাম্মদপুর-এর বুশরা জান্নাত ও নারায়ণগঞ্জ জেলার ইব্রাহীমিয়া আমীনিয়া মহিলা মাদরাসা-এর ফাতেমাতুজ্জহরা। তাদের উভয়ের প্রাপ্ত নম্বর ৬৫০। ৩য় স্থান অধিকার করেছে নাটোর জেলার খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা মাদরাসা, গুরুদাসপুর-এর সামানিয়া জান্নাত। তার প্রাপ্ত নম্বর ৬৪৪। সানাবিয়া উলইয়া (উচ্চ মাধ্যমিক): মহিলা শাখায়: মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে ঢাকা জেলার আল জামিয়াতুল ইসলামিয়া রানাভোলা-এর নুসাইবা বিনতে সায়েম। তার প্রাপ্ত নম্বর ৬৬৫। ২য় স্থান অধিকার করেছে যৌথভাবে দুজন। যথাক্রমে- ঢাকা জেলার জামিয়া সাহবানিয়া দারুল উলূম (বানাত শাখা), শেওড়াপাড়া-এর সুবাইতা বারীরা রহমান ও ঢাকা জেলার জামিয়াতুত তায়্যিবাত মোহাম্মদপুর-এর রুতবা মালিক। তাদের উভয়ের প্রাপ্ত নম্বর ৬৫৬। ৩য় স্থান অধিকার করেছে ঢাকা জেলার জামিয়াতুত তায়্যিবাত মোহাম্মদপুর-এর জুওয়াইরিয়া বিনতে যুবায়ের। তার প্রাপ্ত নম্বর ৬৫৫। মুতাওয়াসসিতাহ (নিম্ন মাধ্যমিক): মহিলা শাখায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে ঢাকা জেলার মাহমুদিয়া মহিলা মাদরাসা, মাহমুদ নগর, ডেমরা-এর মিম ফরাজী। তার প্রাপ্ত নম্বর ৬৭৭। ২য় স্থান অধিকার করেছে ময়মনসিংহ জেলার জামিয়াতুল হুমাইরা (রাঃ) লিল বানাত, ফুলপুর-এর মোছা: তানিয়া খাতুন। তার প্রাপ্ত নম্বর ৬৭৬। ৩য় স্থান অধিকার করেছে যৌথভাবে ৩ জন। যথাক্রমে- * ময়মনসিংহ জেলার উথুরা উম্মাহাতুল মু'মিনীন (রা.) মহিলা মাদরাসা, ভালুকা-এর আছিয়া নূরে তাছমিন, * ময়মনসিংহ জেলার জামিয়াতুল হুমাইরা (রাঃ) লিল বানাত, ফুলপুর-এর মোছা: সুরাইয়্যা সুলতানা, নারায়ণগঞ্জ জেলার বাইতুল ফালাহ মহিলা মাদরাসা, বন্দর-এর খুকুমনি আক্তার। তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৭৪। ইবতিদাইয়্যাহ (প্রাইমারি): মহিলা শাখায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে লালমনিরহাট জেলার আলহাজ্ব আবুল কাশেম ও মরহুমা ফাতেমা খাতুন মারকাযুল কুরআন মহিলা মাদরাসা, আদিতমারী-এর খাদিজাতুল কোবরা মাসুমা। তার প্রাপ্ত নম্বর ৫৯১। ২য় স্থান অধিকার করেছে যৌথভাবে দুজন। যথাক্রমে- ঢাকা জেলার মাদরাসা আয়েশা সিদ্দীকা (রা), ঢালকানগর, সূত্রাপুর-এর উম্মে হাবীবা ও লালমনিরহাট জেলার আলহাজ্ব আবুল কাশেম ও মরহুমা ফাতেমা খাতুন মারকাযুল কুরআন মহিলা মাদরাসা, আদিতমারী-এর আফরোজা বেগম। তাদের উভয়ের প্রাপ্ত নম্বর ৫৯০। ৩য় স্থান অধিকার করেছে ঢাকা জেলার নুসাইবা (রা) বালিকা মাদরাসা, দক্ষিণ বারিধারা, বাড্ডা-এর মুহতাসিনা বিনতে রায়হান। তার প্রাপ্ত নম্বর ৫৮৯। হাআমা/ |