আস-সুন্নাহ ফাউন্ডেশন চালু করছে এক বছর মেয়াদি ‘পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইসলামিক দাওয়াহ’
প্রকাশ: ২৪ মার্চ, ২০২৪, ০৫:৫৩ বিকাল
নিউজ ডেস্ক

শায়খ আহমাদুল্লাহর সরাসরি তত্ত্বাবধানে আস-সুন্নাহ ফাউন্ডেশন চালু করছে এক বছর মেয়াদি ‘পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইসলামিক দাওয়াহ’। 

এতে ইসলাম ও দাওয়াহর সামগ্রিক পরিচিতি, দাওয়ার উসূল, মানাহেজ, ওসায়েল, ইতিহাস, ইংরেজি ভাষা, আইসিটি, সোশালজি-সাইকোলোজি, রিসার্চ মেথোডোলজি, তুলনামূলক ধর্মতত্ত্ব ইত্যাদি বিষয়ে পাঠদান করা হবে। পাশাপাশি পাবলিক স্পিকিং, শুদ্ধ উচ্চারণ, বেসিক লেখালেখি ইত্যাদি বিষয়ে কোর্সের আয়োজন থাকবে। 

আনুষঙ্গিক জ্ঞাতব্য:
•    ভর্তির জন্য অনলাইনে গুগল ফরমে বা সরসরি আস-সুন্নাহ ফাউন্ডেশন অফিসে এসে আবেদন করা যাবে। লিখিত পরীক্ষার তারিখ ০৫ শাওয়াল বিকাল ৩টায়। মৌখিক পরীক্ষা ০৬ শাওয়াল।
•    প্রথম বছর সর্বোচ্চ সিট সংখ্যা ২০টি। কোটা পূরণ হয়ে গেলে ভর্তি বন্ধ হয়ে যাবে।
•    কোর্সটি সম্পূর্ণ আবাসিক।
•    গুগল ফরমে আবেদনের লিংক: https://docs.google.com/forms/d/1cVoRwANpVHiIFnjdOT7HaoifyNLosIsI8vNMdof0nUE/edit


বৈশিষ্ট্যাবলি:
•    সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে এ্যাফিলিয়নের মাধ্যমে ডিপ্লোমাকে মাস্টার্স সমমান হিসেবে স্বীকৃতি আদায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।
•    ইসলামী দাওয়াহর বেসিক বিষয়াবলির পাশাপাশি শিক্ষার্থীদেরকে আইসিটিতে দক্ষ করে তোলা।
•    মানুষের মনস্তত্ব বুঝে দাওয়াহর কাজ করার জন্য সোশালজি ও সাইকোলোজির পাঠদান।
•    বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সমাজের সমস্যাবলি শনাক্ত করা ও প্রতিকারের জন্য রিসার্চ মেথলোডলজি শেখানো।
•    দাওয়াহর ইংরেজি রিসোর্সগুলো ব্যবহারে সক্ষম করতে কমিউনিকেটিভ ইংলিশে দক্ষ করা।
•    কনটেম্পরারি স্কিলস তৈরির জন্য লেখালেখি, শুদ্ধ উচ্চারণ, পাবলিক স্পিকিং, লিডারশিপ, মাইন্ড ট্রেনিং ইত্যাদি কোর্সের আয়োজন করা।

সুযোগ-সুবিধা:
•    কোর্সের কৃতী শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে থাকবে দেশ-বিদেশের সম্ভাবনাময় দাওয়াহ সেক্টরে কাজের সুযোগ।
•    কম্পিউটার সমৃদ্ধ ল্যাব। 
•    সমৃদ্ধ লাইব্রেরি। 
•    মেধাবৃত্তি ও আর্থিক সহায়তা। প্রযোজ্য ক্ষেত্রে মাসিক ২ হাজার টাকা বৃত্তি।

সার্বিক যোগাযোগ:
•    আস-সুন্নাহ ফাউন্ডেশন, প্লট# সি-৭০, রোড-৩, ব্লক-সি, আফতাবনগর, বাড্ডা, ঢাকা-১২১২।
•     01958-277669 (বাংলাদেশ সময় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত)।

কেএল/