গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের কাছে হেরেছে ইসরায়েল, সাবেক কমান্ডার
প্রকাশ: ১৮ মার্চ, ২০২৪, ০৫:২৭ সকাল
নিউজ ডেস্ক

গাজা উপত্যকায় যুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে হেরেছে ইসরায়েল। তেল আবিবের সাবেক একজন সেনা কমান্ডার রোববার (১৭ মার্চ) এমন মন্তব্য করেন। 

ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভে লেখা এক নিবন্ধে ইজাক ব্রিক নামের ওই সেনা কমান্ডার বলেন, আপনি দীর্ঘদিন এত মানুষের কাছে মিথ্যা বলতে পারবেন না। গাজা উপত্যকায় এবং লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে কি হচ্ছে সেটি আমাদের মুখের উপর বিস্ফোরিত হবে। আগে অথবা পরে।”

ব্রিক বলেন, ইসরায়ের কোনো আঞ্চলিক যুদ্ধের জন্য প্রস্তুত নয়। কারণ এটা গাজা উপত্যকায় যুদ্ধের চেয়ে কয়েক হাজার গুন কঠিন এবং অধিক গুরুতর। 

সাবেক এই সেনা কমান্ডার ইসরায়েলি সেনাবাহিনী প্রধানের কঠোর সমালোচনা করে বলেন, তিনি বাস্তবতা থেকে অনেক দূরে আসেন। 

তিনি বলেন, সেনা প্রধান অনেক আগেই স্থলের নিয়ন্ত্রণ হারিয়েছে। কিন্তু তার দুর্বলতা ঢাকার জন্য কর্নেল এবং লেফটেন্যান্ট কর্নেলদের কাজে লাগাচ্ছে। 

গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর থেকেই গাজায় বর্বর চালানো শুরু করে ইসরায়েল। এতে প্রায় নিহতের সংখ্যা ৩২ হাজার ছাড়িয়েছে। 

সূত্র: আনাদলু এজেন্সি

এনএ/