পারফিউম বা সুগন্ধি ব্যবহার করলে রোজা হবে কি?
প্রকাশ:
১৭ মার্চ, ২০২৪, ০৫:৩৫ সকাল
নিউজ ডেস্ক |
প্রশ্ন : রোজা রেখে পারফিউম বা সুগন্ধি ব্যবহার করলে রোজা হবে কি? তবে মনে রাখতে হবে, আতর ব্যবহার করা তো সুন্নত; কিন্তু পারফিউমে অ্যালকোহল ব্যবহার করা হয়। তাই পারফিউম ব্যবহার করার আগে কিছু জিনিস জানতে হবে। যেমন—খেজুর বা আঙুরের রস থেকে তৈরি অ্যালকোহল জাতীয় পানীয় অপবিত্র। তাই তার ব্যবহার জায়েজ নেই। যদি এটি অন্য কোনো জিনিস থেকে তৈরি করা হয়, তাহলে তা পবিত্র। তার ব্যবহার জায়েজ। (সুনানে বায়হাকি : ৩৯৬০, কিতাবুল ফাতাওয়া : ৩/৩৯৩)। এনএ/ |