হুথিদের কাছে শক্তিশালী হাইপারসনিক মিসাইল
প্রকাশ: ১৫ মার্চ, ২০২৪, ১০:৩১ দুপুর
নিউজ ডেস্ক

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের কাছে হাইপারসনিক মিসাইল রয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে। ফলে লোহিত সাগরসহ এর আশেপাশের সামুদ্রিক অঞ্চলে হুথির হামলা আরও জোরদার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

গাজায় ইসরায়েলের বর্বর অভিযানের প্রেক্ষাপটে লোহিত সাগর অঞ্চলে নিজের সামরিক হস্তক্ষেপ জোরদার করেছে হুথিরা। এরইমধ্যে প্রায় অর্ধশত হামলা চালিয়েছে তারা।

যদিও হাইপারসনিক মিসাইলের পরীক্ষা চালানোর দাবির পক্ষে কোনও প্রমাণ এখনও দিতে পারেনি হুথিরা। তবে তারা গত কয়েক সপ্তাহ ধরেই ‘সারপ্রাইজ’ আসছে বলে অভিনব কোনও অস্ত্রের ইঙ্গিত দিচ্ছিল। 

হুথি বাহিনীর প্রধান সমর্থনকারী দেশ ইরানের হাইপারসনিক মিসাইল প্রযুক্তি রয়েছে। ফলে ধারণা করা হচ্ছে, হুতির কাছে যদি সত্যিই হাইপারসনিক মিসাইল থেকে থাকে, তাহলে তা ইরান থেকেই এসেছে।

হুথির এক সামরিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, তাদের তৈরি ওই মিসাইল শব্দের আটগুণ গতিতে ছুটতে পারে।

রাশিয়ারও ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিশ্বের যে তিনটি দেশের কাছে হাইপারসনিক মিসাইল রয়েছে তার আরেকটি হচ্ছে রাশিয়া। মূলত শব্দের পাঁচগুণ গতিতে ছুঁটতে পারে এমন মিসাইলকেই হাইপারসনিক ক্যাটাগরির হিসেবে ধরে নেওয়া হয়।

বিশ্বের কোনও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই হাইপারসনিক মিসাইল ঠেকাতে পারে না। চীনের কাছেও হাইপারসনিক প্রযুক্তি রয়েছে। যুক্তরাষ্ট্রও এই অস্ত্র আবিষ্কারের কাছাকাছি রয়েছে বলে জানা যায়।

সূত্র: ওয়াশিংটন পোস্ট, আনাদোলু এজেন্সি, টাইমস অব ইসরায়েল, স্পুটনিক, প্রেসটিভি, রিয়া নভোস্তি

এনএ/