রমজানে ইসরায়েলি খেজুর বয়কট করল ব্রিটিশ মুসলিমরা
প্রকাশ: ১৪ মার্চ, ২০২৪, ০৫:৫৪ বিকাল
নিউজ ডেস্ক

আসন্ন রমজান উপলক্ষে ইসরায়েলি খেজুর বয়কটের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যে বসবাসরত মুসলিমরা। তারা রোজায় সেখানকার মুসলিমদের অবৈধ রাষ্ট্রটির খেজুর না কেনার অনুরোধ জানিয়েছে।

এ বছর রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাজ্যে খেজুর বিক্রি বেড়েছে বহুগুণে। তবে কেনাকাটায় বেড়েছে সতর্কতা।

কেননা ফিলিস্তিনিদের ওপর বর্বর নির্যাতন ও বর্ণবাদী আচরণের প্রতিবাদে ইসরায়েলি খেজুর বয়কট করেছে ব্রিটিশ মুসলিমরা।

জানা যায়, প্রতিবছর ইসরায়েলে অন্তত ১ লাখ টন খেজুর উৎপাদিত হয়। যা থেকে অবৈধ দেশটির আয় ১০০ মিলিয়ন ইউএস ডলার। এই খেজুরের অধিকাংশ বিক্রি হয় রমজান মাসকে কেন্দ্র করে।

ইসরায়েলে উৎপাদিত খেজুরের ৫০ শতাংশ রফতানি হয় ইউরোপের বাজারে। আর ব্রিটেনকে ধরা হয় দেশটি থেকে দ্বিতীয় সর্বোচ্চ খেজুর আমদানিকারক দেশ।

এনএ/