ঝড়-বৃষ্টির পূর্বাভাস
প্রকাশ: ১৪ মার্চ, ২০২৪, ১১:১৮ দুপুর
নিউজ ডেস্ক

দেশের তিনটি অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদফতর। এতে বলা হয়েছে, ওই অঞ্চলগুলোর ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি. বেগে ঝড় বয়ে যেতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সঙ্কেতও দেখাতে বলা হয়েছে।

এনএ/