ওমরা সফরে গেলেন মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান
প্রকাশ:
১৩ মার্চ, ২০২৪, ১০:০৪ রাত
নিউজ ডেস্ক |
পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব সফরে গেলেন কওমি মাদরাসা শিক্ষার সর্বোচ্চ অথরিটি আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়ার চেয়ারম্যান ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি আল্লামা মাহমুদুল হাসান। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার (১৩ মার্চ) বিকাল ৩ টার ফ্লাইটে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন। ওমরা সফর শেষে করে এক সপ্তাহে পর দেশে ফেরার কথা রয়েছে বেফাক সভাপতির। এরপর যথারীতি যাত্রাবাড়ি মাদরাসায় রমজানের ইসলাহি বয়ান ও বাদ তারাবি নিয়মিত বয়ান করবেন। এদিকে আল্লামা মাহমূদুল হাসানের নিরাপদ ও বরকতময় সফরের জন্য দোয়া কামনা করেছেন তার অনুরাগী ও মুহিব্বিনরা। এনএ/ |