ঢাকার দারুল উলুম রামপুরা বনশ্রী মাদরাসায় ফ্রি কোর্স করছে দেড় শতাধিক কওমি শিক্ষার্থী
প্রকাশ: ১৩ মার্চ, ২০২৪, ০৮:০৭ রাত
নিউজ ডেস্ক

রাজধানীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম রামপুরা বনশ্রী মাদরাসায় শুরু হয়েছে ফুল স্পোকেন ইংলিশ ও আরবি ভাষা, নাহু-সরফ, ইবারত প্রশিক্ষণ কোর্স।

মঙ্গলবার (১২ মার্চ) পহেলা রমজান জোহরের পর মাদরাসা মিলনায়নে কোর্স দু’টির উদ্বোধন করেন উস্তাজুল আসাতিজা, শাইখুল হাদিস মাওলানা ইয়াহইয়া মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন দারুল উলুম রামপুরা বনশ্রী মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুর রহীম, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব, মাওলানা কবির হুসাইন, মাওলানা জামীল আহমাদ, মাসুম আব্দুল্লাহ কাসেমি, মাওলানা মুহাম্মদ আলী জাওহার প্রমূখ।

অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলামের তত্ত্বাবধানে আয়োজিত দু’টি কোর্সে কওমি মাদরাসার ১৫০ শিক্ষার্থীকে সম্পূর্ণ ফ্রি থাকা-খাওয়া ও কোর্স করার ‍সুযোগ দিয়েছে দারুল উলুম রামপুরা বনশ্রী মাদরাসা।

ফ্রি কোর্সে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থী।  দারুল উলুম রামপুরা বনশ্রী মাদরাসা যেন এমন আয়োজনের ধারবাহিকতা অব্যাহত রাখে সে আশাবাদ ব্যক্ত করেন তারা।

এদিকে, দারুল উলুম রামপুরা বনশ্রী মাদরাসায় রমজানের পর ৭ শাওয়াল থেকে নতুন শিক্ষাবর্ষের ভর্তি শুরু হবে। মকতব, হিফজ, কিতাব বিভাগ (ইবতেদায়ী-তাকমিল), ইফতা (১ বছর) বিভাগে সীমিত কোটায় ছাত্র নেবে প্রতিষ্ঠানটি। বুখারি শরিফের দরস দেবেন আল্লামা উবায়দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ।

ভর্তির জন্য যোগাযোগ- 01721940948, 01728777077, 01819219374 নাম্বারে।

কেএল/