বাংলাদেশে রোজা কবে? কাল সভা চাঁদ দেখা কমিটির
প্রকাশ: ১০ মার্চ, ২০২৪, ০৬:০৯ বিকাল
নিউজ ডেস্ক

সাকলাইন আতিক: পবিত্র মাস রমজান শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকী। চাঁদ দেখার উপর নির্ভর করে রমজানের রোজা কবে থেকে রাখা হবে তা নির্ধারণ করা হয়। মধ্যপ্রাচ্যে আগামী ১১ বা ১২ মার্চ নতুন চাঁদ দেখা গেলে তারপর দিন থেকে রোজা পালন করা শুরু হবে। মধ্যপ্রাচ্যে শুরু হবার একদিন পর থেকে রোজা পালন শুরু করে বাংলাদেশ। সূত্র : আলজাজিরা

তবে আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, আগামী ১০ মার্চ মধ্যপ্রাচ্যসহ বিশ্বের কোথাও খালি চোখে বা টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখা সম্ভব নয়। তবে পরের দিন ১১ মার্চ আকাশ পরিস্কার থাকলে খালি চোখেই সৌদিসহ অন্যান্য আরব দেশে স্পষ্টভাবে পবিত্র রমজানের চাঁদ দেখা যেতে পারে।

এদিকে, মাহে রমজান শুরুর তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটির ফতোয়া কাউন্সিল এক ঘোষণায় জানিয়েছে, চলতি বছরের প্রথম রোজা শুরু হবে আগামী ১২ মার্চ (মঙ্গলবার)।

অস্ট্রেলিয়ায় ন্যাশনাল ইমামস কাউন্সিল সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল এবং দেশটির গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদের সঙ্গে আলোচনার পর রমজানের প্রথম দিন ঘোষণা করা হয়েছে। খবর খালিজ টাইমসের।

বাংলাদেশে কবে রোজা শুরু হবে এ বিষয়ে সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড় ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭ এবং ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

উল্লেখ্য, আজ রোববার (১০ মার্চ) শাবান মাসের ২৮ তারিখ। শাবান মাস যদি ২৯ দিন হয় তাহলে ১২ মার্চ (মঙ্গলবার) থেকে প্রথম রোজা শুরু হবে।

আজ রোববার (১০ মার্চ) শাবান মাসের ২৮ তারিখ। শাবান মাস যদি ২৯ দিন হয় তাহলে ১২ মার্চ (মঙ্গলবার) থেকে প্রথম রোজা শুরু হবে।

এছাড়া, রোজার পরই উদযাপিত হয় মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এবার রমজান মাস শুরু হতে পারে ১২ অথবা ১৩ মার্চ। এটা চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

আজ রোববার (১০ মার্চ) শাবান মাসের ২৮ তারিখ। শাবান মাস যদি ২৯ দিন হয় তাহলে ১২ মার্চ (মঙ্গলবার) থেকে প্রথম রোজা শুরু হবে। সেক্ষেত্রে সোমবার (১১ মার্চ) রাতে সেহরি খেতে হবে। শাবান মাস যদি ৩০ দিনের হয় তাহলে ১৩ মার্চ (বুধবার) রমজান মাস গণনা শুরু হবে। সেক্ষেত্রে মঙ্গলবার (১২ মার্চ) রাতে সেহরি খেতে হবে।

 যদি ১২ মার্চ রমজান শুরু হয় তাহলে এবছর ঈদুল ফিতর পালিত হবে ১০ অথবা ১১ এপ্রিল। যদি ১৩ মার্চ রমজান শুরু হয় সেক্ষেত্রে ঈদুল ফিতর পালিত হবে ১১ অথবা ১২ এপ্রিল।

হাআমা/