বরই বা খেজুর দিয়ে ইফতার করার ব্যাপারে যে ব্যাখ্যা দিলেন শিল্পমন্ত্রী
প্রকাশ:
১০ মার্চ, ২০২৪, ০৫:৩৪ বিকাল
নিউজ ডেস্ক |
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বরই বা খেজুরের কথা নয়, আমি বলেছি ইফতারির প্লেট দেশিয় ফল দিয়ে সাজান। এগুলো মিডিয়ার তৈরি। রোববার ( ১০ মার্চ ) রাজধানীর তেজগাঁওয়ে রমজানে নিত্য পণ্যের ভেজাল প্রতিরোধ ও মান নিয়ন্ত্রণ বিষয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, কে কার কোথায় লাথি দেবে এটা তো আমি জানি না। আমি তো জানি কার জ্বালা কোথায়। ভেজাল খাদ্য প্রতিরোধে জিরো টলারেন্সনীতিতে থাকবে সরকার। যারা ভেজাল করতে চায় তাদের কোনো ছাড় দেয়া হবে না। শিল্পমন্ত্রী আরও বলেন, সরকারের বিভিন্ন দপ্তরের অভিযানে রোজায় ব্যবসায়ীরা যাতে হয়রানির স্বীকার না হয়; তা দেখভাল করা হবে। ভেজাল ও পণ্যের মান নিয়ন্ত্রণে রোজায় মোবাইল কোর্ট পরিচালনা বাড়ানো হবে। বিনু/ |