কওমি মাদরাসা শিক্ষার্থীদের বিনামূল্যে ওয়েব ডেভেলপমেন্ট ও কম্পিউটার প্রোগ্রামিং কোর্স
প্রকাশ:
০৭ মার্চ, ২০২৪, ০৩:৩৩ দুপুর
নিউজ ডেস্ক |
সম্পূর্ণ বিনামূল্যে দাওরায়ে হাদীস উত্তীর্ণ কওমি মাদরাসা শিক্ষার্থীদের জন্য অনলাইনে ইংরেজি , গণিতসহ ওয়েব ডেভেলপমেন্ট ও প্রফেশনাল কম্পিউটার প্রোগ্রামিং কোর্স আগামী এপ্রিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। জানা যায়, কোর্সটি : ১৭ এপ্রিল ( বুধবার ) অনলাইনে কোর্সটি অনুষ্ঠিত হবে। যা থাকছে কোর্সে-
কোর্স সম্পর্কিত তথ্য নিচে তুলে ধরা হলো- কোর্সের মেয়াদ : ১ বছর। ক্লাস শিডিউল : সপ্তাহে ৫ দিন : শুক্র, শনি, সোম, মঙ্গল ও বৃহস্পতিবার। ক্লাসের সময়: ২ ঘণ্টা। ( ফজরের আধা ঘণ্টা পর ক্লাস শুরু ) কোর্স শিক্ষক : Google এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং প্রথম শ্রেণির সফটওয়্যার ডেভেলপারগণ। কোর্সে অংশগ্রহণের শর্তাবলী- ১। দাওরায়ে হাদীসের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে; ২। অংক ও ইংরেজির প্রাথমিক ধারণা এবং কম্পিউটার ও ইন্টারনেট সম্পর্কিত প্রাথমিক নলেজ থাকতে হবে; ৩। নিজস্ব ল্যাপটপ বা কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ থাকতে হবে। ৪। প্রতিদিন ৬-৮ ঘণ্টা অবশ্যই অনুশীলন করতে হবে। ৫। প্রতিটি ক্লাসে অবশ্যই প্রথম থেকে উপস্থিত থাকতে হবে। ক্লাস শুরু : ১৭ এপ্রিল ২০২৪ ইং, বুধবার। আবেদনের সর্বশেষ তারিখ : ১৫ এপ্রিল ২০২৪ ইং। কোর্সের অন্তর্ভুক্ত প্রতিটি ধাপ শেষ হওয়ার পর পরীক্ষা অনুষ্ঠিত হবে। উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে পরবর্তী ধাপে সুযোগ দেয়া হবে। আগ্রহী শিক্ষার্থীগণ নিচের লিংকে দেয়া আবেদন ফরমটি পূরণ করুন। আয়োজনে: কওমি আইটি সেন্টার, জনতাবাগ, দনিয়া, কদমতলী, ঢাকা। যোগাযোগ: ০১৯১২৩০৪৭৫২ (হোয়াটসআ্যপ), ই-মেইল : [email protected] এনএ/ |