ওমরাহ পালন ছাড়া কাবা চত্বরে প্রবেশে নিষেধাজ্ঞা
প্রকাশ:
০৬ মার্চ, ২০২৪, ০৮:৫৪ সকাল
নিউজ ডেস্ক |
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় বছরব্যাপী ওমরাহ পালনের জন্য লাখো মুসল্লি উপস্থিত হন। তবে রমজান মাসে অন্য সময়ের তুলনায় কয়েক গুণ বেড়ে যায় এই সংখ্যা। এতে অনেক মুসল্লি কাবা চত্বর বা মাতাফ অংশে তাওয়াফের সুযোগ থেকে বঞ্চিত হন, তাদেরকে অনেক সময় বর্ধিত অংশে তাওয়াফ করতে দেখা যায়। লনের জন্য আগত মুসল্লিরা যেন নির্বিঘ্নে ও সহজে ওমরাহ করতে পারেন সেটি নিশ্চিত করতে পবিত্র কাবা চত্বরে সাধারণ মুসল্লিদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। দুই পবিত্র মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে। নিষেধাজ্ঞায় সৌদির রাষ্ট্রীয় এ সংস্থাটি আহ্বান জানিয়েছে- যেসব সাধারণ মুসল্লি কাবায় নামাজ আদায় করতে চান তাদের নামাজের জন্য নির্দিষ্ট স্থানে থেকে ইবাদত করার জন্য। মূলত কাবার দিকে মুখ করে মুসল্লিরা নামাজ আদায় করে থাকেন। অনেকে নামাজ শেষে সেখানেই বসে ইবাদতে মশগুল থাকেন, এতে ওমরাহ পালনে আগতদের সরাসরি কাবা চত্বরে প্রবেশে বিঘ্ন ঘটে। এ কারণে কাবা চত্বরের নিয়ন্ত্রণে নিয়োজিত থাকা কর্মীরা শুধুমাত্র ওমরাহ পালনকারীদের চত্বরে প্রবেশের সুযোগ দিবেন। ওমরাহ পালন করতে হলে মুসল্লিদের নুসুক অ্যাপসের মাধ্যমে অনুমতি নিতে হয়। এনএ/ |