রমজানে বেসরকারি খাতে কর্মঘন্টা কমানোর উদ্যোগ আরব আমিরাতের
প্রকাশ: ০৫ মার্চ, ২০২৪, ১১:৫৯ দুপুর
নিউজ ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে বেসরকারি খাতের কর্মচারীদের জন্য রমজান মাসে কাজের সময় কমিয়ে দেওয়া হবে। স্থানীয় সময়  সোমবার দেশটির মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয় (এমওএইচআরই) এ ঘোষণা দিয়েছে। সারা দেশে বেসরকারি খাতের কর্মীরা সাধারণত দিনে আট থেকে নয় ঘন্টা কাজ করে থাকেন। তবে পবিত্র মাসে তাদের দৈনিক কাজের সময়সূচী থেকে দুই ঘন্টা কমিয়ে আনা হবে।

এক্স ( সাবেক টুইটার)-এ পোস্ট করা একটি বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, “রমজান মাস উপলক্ষে কাজের ধরন অনুসারে, কম্পানিগুলো রমজানে দৈনিক কাজের সময় কমিয়ে বা পরিবর্তন করতে পারে।”

দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট (আইএসিএডি) অনুসারে, ১২ মার্চ থেকে রমজান মাস শুরু হতে পারে। দেশটির ‘ফেডারেল অথরিটি ফর গভর্নমেন্ট হিউম্যান রিসোর্সেস (এফএএইচআর)’ ইতিমধ্যেই ফেডারেল কর্তৃপক্ষের কর্মীদের জন্য আনুষ্ঠানিকভাবে পবিত্র রমজান মাসে কাজের সময় নির্ধারণ করে একটি ঘোষণা দিয়েছে।

পবিত্র রমজান মাসে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯ টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত সব মন্ত্রণালয় এবং ফেডারেল সংস্থাগুলো কাজ করবে।

শুক্রবারে কাজের সময় থাকবে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত থাকে। সূত্র: আল-অ্যারাবিয়া

হাআমা/