রাজধানীতে রমজানে “আরবি ভাষা, নাহু সরফ ও ইবারত প্রশিক্ষণ কোর্স”
প্রকাশ:
০৪ মার্চ, ২০২৪, ০৯:৪৫ রাত
নিউজ ডেস্ক |
পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত শায়খ জামিল মাদরাসায় শুরু হচ্ছে ২০ দিন ব্যাপী আরবি ভাষা, নাহু সরফ ও ইবারত প্রশিক্ষণ কোর্স। জানা যায়, কোর্সটি প্রথম রমজানে শুরু হবে, চলবে ২০ রমজান পর্যন্ত। কোর্সে অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিনামূল্যে থাকা ও খাবারের ব্যবস্থা। কোর্স ফি: ২০০০টাকা ( থাকা- খাবার ফ্রি ) ক্লাসের সময়: ১-২০লা রমজান যে কারণে কোর্সে ভর্তি হবেন- ১. অল্প সময়ে আরবিতে দক্ষতা অর্জনের জন্য ২. নাহু সরফ ও আরবি ভাষার দুর্বলতা দূর করার জন্য ৩. আরবিতে সাবলীলভাবে বলতে, লিখতে ও পড়তে পারার জন্য ৪. সহজ পদ্ধতিতে ইজরার মাধ্যমে নাহবি ও সরফিতে পারদর্শী হওয়ার জন্য ৫. দূর্বল ছাত্রদের জন্য আলাদা মেহনতের জন্য যোগাযোগ: শায়খ জামিল মাদরাসা ( উচ্চতর গবেষণা মূলক ইসলামী শিক্ষা ও দাওয়াহ প্রতিষ্ঠান ) পলাশ নগর, মিরপুর-১১, পল্লবী, ঢাকা-১২১৬। মোবাইল: ০১৬১৬৯১৯৭৮০ ( অফিস ) যাতায়াত: ঢাকার যেকোনো স্থান থেকে মিরপুর ১০, ১১, ১৩ ও কালশী থেকে রিকশাযোগে পলাশনগর বেলতলা। এনএ/ |