রমজানে রাজধানীতে শুরু হচ্ছে ‘ভাষা সাহিত্য সাংবাদিকতা সার্টিফিকেট কোর্স’
প্রকাশ: ০৩ মার্চ, ২০২৪, ০৪:৫৪ দুপুর
নিউজ ডেস্ক

আবাসিক ব্যবস্থাপনায় রমজানে রাজধানী ঢাকার রামপুরায় অবস্থিত জামিয়া কাসেম নানুতবী মাদরাসায় শুরু হতে যাচ্ছে  “ভাষা সাহিত্য সাংবাদিকতা সার্টিফিকেট কোর্স”। কোর্সে অংশগ্রহণকারীদের জন্য থাকছে  বিনামূল্যে থাকা ও খাবারের ব্যবস্থা।

কোর্স বিষয়ে কিছু তথ্য-

ক্লাসের সময়: ১-২০ রমজান

■ কোর্সের স্থান: জামিয়া কাসেম নানুতবী, ঢাকা

( ৩৯০/৩-সি, পশ্চিম রামপুরা, হাতিরঝিল, ঢাকা-১২১৯ )

■ কোর্স ফি: ১৫০০ টাকা (বিনামূল্যে থাকা ও খাবারের ব্যবস্থা )

প্রশিক্ষণের বিষয়-

কী লিখবো কেন লিখবো, লেখালেখির প্রস্তুতি, ব্যবহারিক বানান, প্রবন্ধ-নিবন্ধ, গল্প, উপন্যাস, অনুবাদ, প্রুফ ও সম্পাদনা, আবৃত্তি ও উচ্চারণ, সাংবাদিকতা, সাক্ষাৎকার, ফটোগ্রাফি ও ক্যামেরার ব্যবহার। প্রশিক্ষণ দেবেন প্রতিশ্রুতিশীল লেখক ও সাংবাদিকগণ

মুখ্য প্রশিক্ষক-

নন্দিত লেখক ও মুহাদ্দিস:  মুহাম্মদ যাইনুল আবিদীন

তত্ত্বাবধানে-

বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম

ব্যবস্থাপনায়-

আওয়ার ইসলাম স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট

যোগাযোগ:  ০১৭২৬-৬৮৮ ৬৮৬ ( নগদ, কিাশ ) WhatsApp

এনএ/