পশ্চিম তীরের কাছে দুই ইসরায়েলিকে গুলি করে হত্যা
প্রকাশ:
০১ মার্চ, ২০২৪, ০৮:৩৩ সকাল
নিউজ ডেস্ক |
অবরুদ্ধ পশ্চিম তীরের কাছে গুলিতে দুই ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে। ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, পশ্চিম তীরের এলির বসতির কাছে এক হামলায় এই দু’জন নিহত হয়। এমডিএর পরিচালক এলি বিন আর্মি রেডিওকে বলেন, ঘটনাস্থলেই দুজনকে মৃত ঘোষণা করা হয়। এমডিএর অনুসারে, আক্রান্তদের বয়স যথাক্রমে ২০ এবং ৪০ এর কোঠায়। খবরে বলা হয়েছে, নিহতরা বসতির বাইরে একটি গ্যাস স্টেশনে গাড়িতে ছিলেন। তখন বন্দুকধারী এগিয়ে এসে গুলি চালায়। আইডিএফ আরও বলেছে, সৈন্যরা রাস্তা অবরোধ করছে এবং ওই এলাকায় আরও হামলাকারীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। এনএ/ |