ইফতা ও দাওয়াহ বিভাগে সীমিত কোটায় ভর্তি নেবে ঢাকার মারকাযুল ফাতাওয়া
প্রকাশ:
২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৫৫ রাত
নিউজ ডেস্ক |
দেশের প্রসিদ্ধ দ্বীনি বিদ্যাপিঠ মারকাযুদ্দাওয়াহ আলইসলামিয়া ঢাকার ইফতা বিভাগের প্রাক্তন উস্তায মুফতি মুহাম্মদ ইয়াহইয়া পরিচালিত রাজধানীর মিরপুর পল্লবীতে অবস্থিত মারকাযুল ফাতাওয়া আল ইসলামিয়ার ইফতা ও দাওয়াহ বিভাগে সীমিত কোটায় ছাত্র ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। জানা যায়, ফিকহ-ফাতাওয়া ও উলুমে শরঈয়া বিষয়ক গবেষণাধর্মী এ উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানটি আগামী ৫ শাওয়াল, সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফরম বিতরণ করবে। নিচে ভর্তি সংক্রান্ত তথ্য তুলে ধরা হলো- ১৪৪৫-৪৬ হিজরী শিক্ষাবর্ষে ইফতা ও দাওয়াহ বিভাগে ভর্তির এলান তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা (২ বছর মেয়াদি) ও কিসমুদ দাওয়াহ ওয়াল ইরশাদ (২ বছর মেয়াদি) বিভাগে সীমিত কোটায় ভর্তি নেওয়া হবে, ইনশাআল্লাহ। ফরম বিতরণ : ৫ শাওয়াল, সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফরম বিতরণ করা হবে। পরীক্ষার বিষয়: ইফতা বিভাগ লিখিত মৌখিক দাওয়াহ বিভাগ লিখিত মৌখিক পরীক্ষার তারিখ: উভয় বিভাগের ভর্তিপরীক্ষা নিম্নোক্ত তারিখে অনুষ্ঠিত হবে: * লিখিত: ৫ শাওয়াল, বাদ যোহর (২: ৩০মি.)। বিশেষ দ্রষ্টব্য ১. মেশকাত জামাতের সনদপত্র, নম্বরপত্র ও দাওরায়ে হাদীসের ২য় সাময়িক পরীক্ষার নম্বরপত্র। যোগাযোগ: এনএ/ |