করোনায় আক্রান্ত ডিবিপ্রধান হারুন
প্রকাশ:
২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:২৪ সকাল
নিউজ ডেস্ক |
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান হারুন-অর-রশীদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান। এছাড়া, এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির কর্মকর্তারা। স্ট্যাটাসে মোহাম্মদ হারুন-অর-রশীদ লেখেন, ‘হঠাৎ করেই করোনা পজেটিভ। সবার কাছে সুস্থতার জন্য দোয়া চাই’। জানা গেছে, আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ। রাজারবাগ পুলিশ লাইনস মাঠে সকাল সাড়ে ১০টায় পুলিশ সপ্তাহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীসহ অন্যান্য ভিআইপিদের প্যান্ডেলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার কথা ছিল হারুন-অর-রশীদের। তাই কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তার করোনা পরীক্ষা হয়। তাতে করোনা শনাক্ত হয়েছে এ পুলিশ কর্মকর্তার। বর্তমানে হারুন-অর-রশীদ বাসায় চিকিৎসা নিচ্ছেন। হাআমা/ |