রমজানকে কেন্দ্র করে পণ্য মজুদ করবেন না : জতীয় মসজিদের খতিব
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:৫৩ বিকাল
নিউজ ডেস্ক

|| আতাউল্লাহ নাবহান ||

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমীন বলেন, ‘রমজান আসাকে কেন্দ্র করে সকলের মাঝেই একটা প্রস্তুতি শুরু হয়ে গেছে। যারা কাপড়ের ব্যবসা করেন, পাঞ্জাবীর ব্যবসা করেন তারা এই এক মওসুমে কামাই করেন সারা বছরের। এখন থেকেই তাদের নড়াচড়া, তাদের প্রস্তুতি খুব তুঙ্গে। সকল ধরনের ব্যবসায়ীকে আহ্বান করি- রমজানকে কেন্দ্র করে পন্য মজুদ করে রাখবেন না।’

আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমাপূর্ব বয়ানে তিনি এই আহ্বান জানান।

বয়ানে মজুদারদের হেদায়েত কামনা করে খতিব বলেন, ‘অসাধু ব্যবসায়ী, মজুদদার ও যারা মানুষকে কষ্ট দেয়ার জন্য খাদ্যদ্রব্য ও প্রয়োজনীয় সকল জিনিস মজুদ করে রাখে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন।’  

তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ শয়তানী ধারণা যে, ব্যবসা কখনো সততার উপরে চলে না। এটা সঠিক নয়। বরং সততার উপরেই ব্যবসা চলে। মনে হয় যে অসৎ উপায়ে অল্প সময়ে আমরা খুবই লাভবান হচ্ছি, আসলে এতে কোনো লাভ নেই।

খতিব বলেন, ‘যারা মানুষের উপকারের জন্য ব্যবসা করেন, সত্যবাদী ব্যবসায়ী  যারা, তাদের হাশর হবে নবী-সিদ্দিক ও শহীদদের সাথে। হাদিসে সৎ ব্যবসায়ীদের মর্যাদার কথা বর্ণিত হয়েছে, মহানবী (সা.) বলেন, ‘সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ীরা (আখেরাতে) নবীগণ, সিদ্দিকগণ ও শহীদগণের সঙ্গে থাকবে।’ (তিরমিজি)

হাআমা/