চীনে তা’লি’বা’ন সরকারের রাষ্ট্রদূত নিযুক্ত
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৩৩ দুপুর
নিউজ ডেস্ক

তালেবান-শাসিত আফগানিস্তানের সাথে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্কের সূচনা করেছে চীন। কিছু দিন আগে কাবুলের চীনা দূতাবাসে নতুন রাষ্ট্রদূত হিসেবে কূটনীতিক ঝাও শেংকে নিযুক্ত করেছিল প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সরকার।

আফগান টাইমস জানায়, তালেবান সরকারের প্রধানমন্ত্রী মোহম্মদ হাসান আখু্ন্দের সাথে সৌজন্য-সাক্ষাতও করেছিলেন ঝাও। এবার বেইজিংয়ের আফগান দূতাবাসের রাষ্ট্রদূত হিসেবে তালেবান সরকার নিযুক্ত বিলাল করিমিকেও স্বীকৃতি দিলো চীন।

আমেরকিা থেকে স্বাধীনতা উদ্ধারের মাধ্যমে আড়াই বছর আগে দেশের মানুষের ভালোবাসায় ক্ষমতায় বসে একের এক চমক দেখিয়ে যাচ্ছে তালিবান সরকার।

কূটনীতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, গত আড়াই দশকে বদলে গিয়েছে বিশ্ব রাজনীতি। আর তার সাথে তাল মিলিয়ে গত ২৫ বছরে ভোলবদল হয়েছে চীনের। ১৯৯৬ সালে যখন তালেবান আফগানিস্তান সরকারে বসেছিল তখন তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি চীন। অথচ ২০২১-এর অগস্টে দ্বিতীয়বারের জন্য আফগানিস্তানে তালেবান শাসন প্রতিষ্ঠা হওয়ার পরেই দ্রুত সেই সরকারের সাথে সখ্য গড়ে তুলতে সক্রিয় হয়েছিল জিনপিং সরকার। এবার আনুষ্ঠানিক ভাবে তালিবানকে স্বীকৃতি দিলো জাতিসঙ্গের পাঁচ স্থায়ী সদস্যের অন্যতম সদস্য  দেশ চীন।

হাআমা/