এসএসসি চলাকালে রাতে মাইক বাজিয়ে অনুষ্ঠান না করার অনুরোধ শিক্ষামন্ত্রীর
প্রকাশ:
১৫ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:১৮ দুপুর
নিউজ ডেস্ক |
এসএসসি পরীক্ষা চলাকালে সারারাত মাইক বাজিয়ে সব ধরনের অনুষ্ঠান না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বিশেষ করে এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে একটি নির্দিষ্ট সময়ের পরে যেন এটি না করা হয়, সে বিষয়ে বিশেষ অনুরোধ জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই অনুরোধ জানান। শিক্ষামন্ত্রী বলেন, উচ্চস্বরে মাইক বাজিয়ে শুধু সংগীতানুষ্ঠানই নয়, ধর্মীয় অনুষ্ঠানও করা হচ্ছে। অনেক সময় সারারাত মাইক বাজিয়ে অনুষ্ঠান হয়। এসএসসি পরীক্ষার সময় এ ধরনের অনুষ্ঠান অমানবিক। অন্যান্য সময়ও সারারাত মাইক বাজানো সমীচীন নয়। সারারাত মাইক বাজানো রোগী, পরীক্ষার্থী-সবার জন্যই একটি অসুবিধার। তিনি বলেন, আলেম–ওলামা এবং অন্যান্য ধর্মের নেতাদের প্রতি বিশেষ অনুরোধ, এই সংস্কৃতি থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। হাআমা/ |